তাহলে কি সৌদি আরবই হতে চলেছে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য? আপাতত ফুটবলমহলে জল্পনা চলছে এমনটাই। গত শনিবার প্যারিস সঁ জরমঁ-এর জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন আর্জেন্তিনীয় তারকা। ৩০শে জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তার পরেই হয়তো নতুন ক্লাবের নাম ঘোষণা করে দেবেন তিনি। যত দূর জানা গিয়েছে, মেসিকে নেওয়ার বিষয়ে সব থেকে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তারা যে পরিমাণ টাকার প্রস্তাব দিয়েছে তা বাকিদের থেকে অনেক মেসি। সেখানে যোগ দিলেন আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জেমাকে পাশে পেতে পারেন মেসি। কারণ, বেঞ্জেমাও ১৪ বছর পরে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। আল হিলালে যোগ দিতে পারেন তিনিও।
যদিও আল হিলাল কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি। সৌদির ক্রীড়ামন্ত্রী আব্দেল আজিজ আল ফয়জল জানিয়েছেন, মেসি ও বেঞ্চেমাকে সই করানোর প্রক্রিয়া চলছে। ঠিক সময়ে সব জানিয়ে দেওয়া হবে। মেসিকে প্রতি বছর ৫০০০ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছে আল হিলাল। সেই কারণে মেসির না করা খুব কঠিন বলেই মনে করছে সৌদির ক্লাব। বেঞ্চেমাকেও প্রতি বছর ৮৮৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা। আল হিলাল আশাবাদী, দুই ফুটবলারকেই পাবে তারা। এ বার সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে আল হিলাল। পরের বার মেসি-বেঞ্জেমা যুগলবন্দিকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে তারা। তবে লড়াইয়ে রয়েছে আরও একটি ক্লাব। সেটি সৌদির আল ইতিহাদ। বেঞ্জেমাকে নিতে চাইছে তারাও। কথাবার্তা চলছে। তবে সেই দৌড়ে খানিকটা হলেও এগিয়ে রয়েছে আল হিলাল, এমনই জানাচ্ছে সূত্র।
