শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর কিছুক্ষণ আগেই জানানো হয় যে তিনি সফর বাতিল করছেন। আজ দার্জিলিং যাচ্ছেন না। একেবারে শেষবেলায় এই সফর বাতিলের কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
একাধিক কর্মসূচি নিয়ে সোমবার থেকে চারদিনের দার্জিলিং সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বাগডোগরা হয়ে দার্জিলিং যাওয়ার সূচি ছিল। পাহাড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার পাশাপাশি বুধবার শিল্প সম্মেলনে যোগ দিতেন মুখ্যমন্ত্রী। এবার পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন হবে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়েছিলেন। পাহাড়ের দলগুলিও তাঁর সঙ্গে দেখা করে কথা বলার জন্য আগ্রহী। এমনকী বিমল গুরুংও তাঁর সঙ্গে দেখা করতে পারেন, এমনটাও শোনা যাচ্ছিল।
তবে শেষ মুহূর্তে দার্জিলিং যাওয়া স্থগিত রাখার ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর তরফে। আপাতত তিনি কলকাতাতেই থাকবেন। ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষ এখনও নিখোঁজ। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। যাঁরা সুস্থ হয়ে বাড়়ি ফিরছেন, তাঁদের জন্য ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তবে সবচেয়ে আগে সকলকে শনাক্ত করা জরুরি। সম্ভবত সেসব কাজ নিজে তদারকি করার জন্যই শহরের বাইরে যাওয়া বাতিল করলেন মুখ্যমন্ত্রী।