রেল দুর্ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছিলেন আমেরিকা সফররত রাহুল গান্ধী। ওয়াশিংটন থেকেই বিবৃতি দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর পদত্যাগ দাবি করেছিলেন। এবার নিউইয়র্কের সভাতেও রেল দুর্ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস নেতা।
রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে শুধু পিছনের দিকে তাকিয়ে থাকেন। সামনের দিকে চান না। তিনি আসলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না। রাহুল আরও বলেছেন, ‘আসলে আরএসএস-বিজেপির দর্শনই হল অতীত খুঁড়ে বর্তমান ব্যর্থতাকে আড়াল করা। ওরা তাই ভবিষ্যৎ দেখতে পান না। দেখতে চান না।’
রাহুল রবিবার ভারতীয় সময় গভীর রাতে নিউইয়র্কে সেখানকার প্রবাসী ভারতীয় এবং স্থানীয় সুশীল সমাজের মুখোমুখি হন। সেখানকার অভিজাত জাভিটস সেন্টারে রাহুলের সভার আয়োজন করা হয়েছিল। প্রবাসী কংগ্রেস নিউইয়র্কে রাহুলের কর্মসূচির ব্যাপক প্রচারের ব্যবস্থা করে। শহরের ব্যস্ততম বাণিজ্য এলাকা টাইমস স্ক্যয়ারে ডিজিটাল বোর্ডের বিজ্ঞাপনে তুলে ধরা হয় রাহুলের ভারত জোড়ো যাত্রার ছবি। কংগ্রেস ভারতের অখণ্ডতা ও সম্প্রীতি রক্ষায় সংকল্পবদ্ধ এবং রাহুল কাণ্ডারি, এই বার্তা তুলে ধরা হয় মার্কিনিদের সামনে।
৪০ মিনিটের ভাষণে রাহুলের মূল বক্তব্য ছিল, ভারতে দুটি ধারা আছে। একদল মহাত্মা গান্ধীর কথা বলে, আর একদলের আরাধ্য হলেন নাথুরাম গডসে। ওয়াশিংটনের সভাতেও রাহুল একই প্রসঙ্গ টেনে বলেন, ‘আগামী লোকসভা ভোটে বিভেদকামীদের আমরা পরাস্ত করতে সক্ষম হব।’
নিউইয়র্কে ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে রাহুলের মন্তব্য, ‘প্রধানমন্ত্রী এর দায় কংগ্রেসের উপর তাপিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটাই হয়ে আসছে। যে কোনও ব্যর্থতার দায় প্রধানমন্ত্রী এবং আরএসএস-বিজেপি অতীতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বলেছে, কংগ্রেস দায়ী।’