সদ্যই বিজেপিকে গোহারা হারিয়ে কর্ণাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস। আর তারপরেই এবার পূর্ববর্তী বিজেপি সরকারের আমলে তৈরি গোহত্যা বিরোধী আইন বাতিলের ইঙ্গিত দিলেন সে রাজ্যের নয়া পশুপালন মন্ত্রী। ‘মোষ জবাই হলে, গরু কেন নয়’, এমনই প্রশ্ন তুলেছেন তিনি।
গত শনিবার কংগ্রেস শাসিত কর্ণাটকের পশুপালন মন্ত্রী কে বেঙ্কটেশ বলেন, ‘মোষ যদি জবাই করা যায়, তাহলে গোমাংসে আপত্তি কোথায়?’ পূর্ববর্তী বিজেপি সরকারের আমলে তৈরি গোহত্যা বিরোধী আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে (আইন বাতিল) কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এই আইনে মোষের সাংসে কোনও আপত্তি নেই। আমার প্রশ্ন, মোষ জবাই হলে, গরু কেন নয়।’ গোহত্যা বিরোধী আইন বাতিল বা সংশোধনের আশঙ্কা উসকে তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
