বালেশ্বরের দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সোমবার সকালে লেখা সেই চিঠি বস্তুত প্রশ্নবাণ।
কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীকে বলেছেন, সরকার নজিরবিহীন এই দুর্ঘটনার দায় স্বীকার করুক। এত বড় দুর্ঘটনা, এতগুলি প্রাণ চলে যাওয়ার দায় নিতেই হবে সরকারকে। তবে আশ্চর্যের হল, চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সমাালোচনা করলেও খাড়্গে তাঁর পদত্যাগ দাবি করেননি। আমেরিকা সফররত রাহুল গান্ধী যদিও রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন গত শনিবারই।
বিদেশে বসেই তিনি রেল দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অতীতে কংগ্রেস সরকারের প্রসঙ্গ টেনে বর্তমান রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বলেন, লাল বাহাদুর শাস্ত্রী একটি রেল দুর্ঘটনার পর কেউ দাবি করার আগেই পদত্যাগ করেছিলেন। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালাও পদত্যাগ চেয়েছেন রেলমন্ত্রীর। কিন্তু কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বস্তুত সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেও অশ্বিনী বৈষ্ণর পদত্যাগ চাননি।
খাড়গে দুর্ঘটনা পরবর্তী সরকারি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গেই কংগ্রেস সভাপতি রেলমন্ত্রী বৈষ্ণকে নিশানা করে চিঠিতে প্রশ্ন তুলেছেন, ‘কেন তিনি সিবিআই তদন্ত চাইলেন? রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধান সিবিআই কীভাবে করবে?’ কংগ্রেস সভাপতি বলেন, ‘সিবিআই অপরাধের তদন্ত করতে পারে। কিন্তু রেল দুর্ঘটনা সম্পূর্ণভাবে একটি কারিগরি বিষয়।’ খাড়গের ইঙ্গিত দুর্ঘটনার আসল কারণ আড়াল করতেই রেলমন্ত্রী সিবিআই তদন্ত চেয়েছেন।