করমণ্ডলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ মানুষের। আহত ১১০০ মানুষ। স্বজনহারার আর্তনাদে ভারী হয়ে আছে বাহানাগা বাজার এলাকা। সেই আবহে এই ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা শুরু করল গেরুয়া শিবির। অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে টুইটারে ইঙ্গিতপূর্ণ বক্তব্য শেয়ার করার অভিযোগ উঠেছে বিজেপি সঙ্ঘ পরিবার প্রভাবিত ‘দ্য র্যান্ডম ইন্ডিয়ান’ নামের একটি টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে।
অভিযুক্ত টুইটার হ্যান্ডেলের পরিচালক বিজেপি সমর্থক ও আইটি সেলের কর্মী বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটায় মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছে ওই টুইটার হ্যান্ডেল। বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনাস্থলের একটি ছবি পোস্ট করে পিছনের একটি ভবনকে মসজিদ হিসাবে চিহ্নিত করে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়েছিল ওই টুইটার হ্যান্ডেল। কিন্তু ফ্যাক্ট চেকে জানা গিয়েছে, সেই ভবনটি মসজিদ নয়। অন্যদিকে যেখানে তিনটি ট্রেনের দুর্ঘটনার ফলে হিন্দু মুসলিম নির্বিশেষে এত মানুষের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনার প্রাক্কালে ঘৃণ্য সাম্প্রদায়িক চক্রান্তের নিন্দা জানিয়েছেন সুস্থ চিন্তার মানুষজন।

সমাজমাধ্যমে এই ধরণের পোস্ট হতে থাকায় উড়িষ্যা পুলিশের তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মানুষের মৃত্যুতে কোনওরকম সাম্প্রদায়িক রঙ লাগানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।




