আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে হঠাৎই সমস্যায় পড়ল অজি শিবির। চোটের কারণে ছিটকে গেলেন পেসার জশ হ্যাজলউড। প্রসঙ্গত, বহুদিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন হ্যাজলউড। আইপিএলে আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন অজি পেসার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে ফের ভুগছেন হ্যাজলউড। তাই শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন তিনি।
উল্লেখ্য, হ্যাজলউডের পরিবর্তে ছন্দে থাকা অলরাউন্ডার মাইকেল নেসেরকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্কট বোলান্ডের জায়গায় প্রথম একাদশেও সুযোগ পেতে পারেন তিনি। চলতি বছর কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে ১৯টি উইকেট নিয়েছেন নেসের। সাসেক্সের বিরুদ্ধে শতরানও করেছেন। সেই কারণেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী ৭ই জুন থেকে ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। এবারই প্রথম ফাইনালে উঠেছে তারা। ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই হবে বলেই মনে করছেন অধিনায়ক প্যাট কামিন্স। সেই কারণে বেশ কিছু দিন আগে থেকে জোরকদমে অনুশীলন শুরু করেছে অজি-বাহিনী।
