শেষমেশ জল্পনাই সত্যি হল। স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হল করিম বেঞ্জেমার। রবিবার রিয়ালের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, ক্লাবে আর থাকছেন না বেঞ্জ। এ মরসুমের তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রিয়ালের। তিনি আর নতুন চুক্তিতে সই করতে রাজি হননি। শোনা যাচ্ছে, আরবের ক্লাব আল-হিলাল বা আল-ইতিহাদে যোগ দিতে পারেন তিনি। বিগত ২০০৯-এ ২১ বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন ফরাসী ফরওয়ার্ড বেঞ্জেমা। সে বছর এক ঝাঁক তারকা ফুটবলারকে কিনেছিল রিয়াল। তার মধ্যে রোনাল্ডো, কাকারা ছিলেন। কাকা অনেক আগেই ক্লাব ছেড়েছেন। রোনাল্ডোরও রিয়াল-ত্যাগের ছ’বছর কেটে গিয়েছে। এ বার বিদায় নিলেন বেঞ্জেমাও।
উল্লেখ্য, রিয়ালের স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারি ছিলেন বেঞ্জেমা। রিয়ালের হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। গত বছর পঞ্চম ট্রফিটি জেতেন। সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলও ছিল তাঁর। এ ছাড়া ৫ বার ক্লাব বিশ্বকাপ, ৪ বার ইউরোপিয়ান সুপার কাপ, ৪ বার লা লিগা, ৩ বার কোপা দেল রে এবং ৪ বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। গত বছর ব্যালন ডি অর পুরস্কার পেয়েছে। পাশাপাশি উয়েফার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। রিয়ালের হয়ে একাধিক নজির রয়েছে তাঁর। লস ব্লাঙ্কোর জার্সিতে ৬৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৫৩টি গোল করেছেন, যা রোনাল্ডোর পরেই দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া লা লিগা এবং ইউরোপিয়ান কাপেও ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। রবিবার রাতে লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে শেষবার রিয়ালের হয়ে মাঠে নামেন তিনি। করেন একটি গোলও। তারপর স্টেডিয়ামভর্তি রিয়াল-অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। হাততালি ও প্রশংসাধ্বনিতে তাঁকে বিদায় জানায় সান্তিয়াগো বার্নাবিউ।
