অভিশপ্ত করমণ্ডলে এখনও জোরকদমে চলছে উদ্ধার কাজ। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬১। তবে তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ঘটনার পরই গতকাল রাতে বালেশ্বেরর উদ্দেশে রওনা দিয়েছিল সরকারের প্রতিনিধি দল। ইতিমধ্যেই বালেশ্বরে অকুস্থলে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছেই রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার দুঃখপ্রকাশ করলেন মমতা। কেন্দ্রের পাশাপাশি বাংলার সরকারও যে সর্বতোভাবে উদ্ধারকাজে সাহায্য করছে সে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, ‘আমরাও বাস দিয়েছি। কোনও পরিবারের কোনও সমস্যা থাকলে, স্বজনদের কোনও সমস্যা হলে আমাদের টিম রয়েছে। তাঁরা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। তাঁরা ওড়িয়া ভাষাও জানেন। আহতদের পরিবারের সঙ্গে কথা বলতেও প্রস্তুত রয়েছে এই টিম’।
এদিকে কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল একযোগে তিনটি ট্রেন তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। উঠে আসছে নানা তত্ত্ব। এ প্রসঙ্গেই মমতার স্পষ্ট মত, ‘কিছু একটা তো হয়েছে। ভাল করে তদন্ত করতে হবে। আমি তো শুনছি মৃতের সংখ্যা ৫০০ হতে পারে। এখনও তিনটি কামরায় উদ্ধার কাজ বাকি রয়েছে’। মমতা যখন এ কথা বলছেন পাশে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মমতাকে থামিয়ে তিনি বলে উঠলেন মৃতের সংখ্যা ২৩৮। উড়িষ্যা সরকার জানিয়েছে এ তথ্য। শুনে মমতার জবাব, ‘ওটা তো আগে বললেন। এখন কত’?