রাতে আঁধারে থাকে সেতু। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এসে এলাকাবাসীর কাছে এমনই অভিযোগ পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন। তা শুধু মুখের কথা ছিল না। কাজেও করে দেখালেন অভিষেক।
তৃণমূল সাংসদের নির্দেশে প্রশাসনের তরফে জামালপুরের হরেকৃষ্ণ কোঙার সেতুতে আলোর ব্যবস্থার কাজ শুরু করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন। তার আগেই অবশ্য অস্থায়ীভাবে কিছু আলোর ব্যবস্থা করা হয়েছে। অবশেষে সেতুর আঁধার ঘুচতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে।
গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ব বর্ধমান জেলায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এসেছিলেন অভিষেক। জামালপুরে এই কর্মসূচিতে আরএসএস কর্মী অভিষেকের কাছে ওই সেতুতে দীর্ঘদিন রাতে আলো জ্বলে না অভিযোগ করেন। রাতে সেতুতে যাতায়াতে অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা। এমনকি অসামাজিক কার্যকলাপ হওয়ার আশঙ্কা করেন। অভিষেক মনোযোগ দিয়ে সমস্যার কথা শোনেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরে সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে সেতুতে আলোর ব্যবস্থা করেন। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক জানান, ওই সেতুতে আলোর ব্যবস্থা করতে রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে।