বালেশ্বরে একসঙ্গে তিন তিনটি ট্রেনের ধাক্কায় নজিরবিহীন দুর্ঘটনার সাক্ষী দেশ। মৃতের সংখ্যা ২৬০ ছাড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে প্রায় ৭০০ জন। এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার হাওড়া থেকে অভিষেক বলেন, ‘এত বড় একটা দুর্ঘটনা! করমণ্ডল এক্সপ্রেস এখন মৃত্যুমণ্ডল। রাজনীতি বাদ দিয়ে সবাই মিলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া উচিত। কিন্তু এই যে এত নিরীহ মানুষেক নির্মমভাবে মৃত্যু হল, তার দায় তো কাউকে নিতে হবে! রেলের ভূমিকা নিয়ে অনেক প্রশ্নই ওঠে। এই মুহূর্তে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত’।
এদিকে দুর্ঘটনার কারণে শনিবার তাঁর নবজোয়ার কর্মসূচি স্থগিত রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, এটাই রাজনৈতিক শিষ্টাচার। আজকে রাজনীতি করার দিন নয়। এদিন ছিল নবজোয়ারের ৩৮ তম দিন। পূর্ব মেদিনীপুরের পর এদিন অভিষেকের নবজোয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল গ্রামীণ হাওড়ায়। তালিকায় ছিল, বাগনান, শ্যামপুরের মতো এলাকা।