মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন দেশের কৃষক নেতারা। স্পষ্ট জানালেন, আগামী ৯ই জুনের মধ্যে অভিযুক্ত কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহকে গ্রেফতার করতে হবে, শুক্রবার হরিয়ানার কুরুক্ষেত্রে মহাপঞ্চায়েত বসেছিল। তার শেষেই কৃষক নেতা রাকেশ টিকায়েত হুমকি দিয়েছেন কেন্দ্রকে। শুধু তাই নয়, যন্তর মন্তরে আন্দোলনে বসার কথাও বলেছেন তাঁরা।
প্রসঙ্গত এদিন মহাপঞ্চায়েতের শেষে নেতা রাজেশ বলেন, “যদি আমাদের ৯ জুন যন্তর মন্তরে বসতে না দেওয়া হয়, তা হলে আন্দোলনের ঘোষণা করা হবে। ব্রিজভূষণের গ্রেফতারি চাই আমরা। আর কোনও রকম আপসের রাস্তায় হাঁটতে রাজি নই। যদি ব্রিজভূষণকে গ্রেফতার না করা হয়, তা হলে ৯ জুন যন্তর মন্তরে যাব। দেশ জুড়ে পঞ্চায়েত আয়োজন করা হবে।” কুস্তিগিরদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার ও যত দ্রুত সম্ভব ব্রিজভূষণকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন রাকেশ।