সম্প্রতি হরিয়ানার বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং আন্দোলনরত কুস্তিগিরদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আর এবার কুস্তিগিরদের সমর্থনে মুখ খুললেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ প্রীতম মুণ্ডে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই আন্দোলন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার উদাসীন। তবে ধীরে ধীরে বিজেপির মধ্যেই এই আন্দোলন নিয়ে ভিন্নমত তৈরি হচ্ছে। অভিযুক্ত সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সরকার। এমনকী সরকার যে তাঁকে সমর্থন করছে, তা রীতিমতো স্পষ্ট। এই আবহে প্রীতম মুণ্ডে বললেন, ‘আমি এই সরকারের অংশ। তবে আমাদের মানতে হবে, যেভাবে কুস্তিগিরদের সঙ্গে আমাদের কথা বলা উচিত ছিল, সেটা হয়নি।’
উল্লেখ্য, প্রীতম মুণ্ডের দিদি পঙ্কজা মুণ্ডে সম্প্রতি ‘বেসুরো’ হয়েছিলেন। প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা বলেছিলেন, ‘আমি বিজেপিতে আছি, তবে বিজেপি আমার দল না।’ এর পরপরই প্রীতম মুণ্ডে নিজের দলকে অস্বস্তিতে ফেলে কুস্তিগির ইস্যুতে মুখ খুললেন। তিনি বলেন, ‘কোনও মহিলা যখন এই ধরনের অভিযোগ করছেন, তখন নিঃসন্দেহে তা সত্যি বলে মেনে নিয়ে তদন্ত করা উচিত। তা সে যেকোনও দল বা যেকোনও সরকার হতে পারে। আমার মনে হয়, এই ধরনের আন্দোলনকে যদি সরকার গুরুত্ব না দেয়, তাহলে সেটা ঠিক হচ্ছে না। আন্দোলনের প্রতি সরকারের যথেষ্ট নজর দেওয়া উচিত।’
এর আগে হরিয়ানার বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং বলেছিলেন, এই আন্দোলন তাঁর হৃদয় ভেঙে দিয়েছে। তিনি টুইট করে লিখেছিলেন, ‘আমি বুঝতে পারছি যে আমাদের কুস্তিগিররা কতটা অসহায় এবং ব্যথিত যে অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ন গেমসে জেতা তাঁদের পদক তাঁরা গঙ্গায় বিসর্জন দিতে গিয়েছিলেন।’ এদিকে বিগত দিনে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, অলিম্পিকে সোনা জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া, ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক অনিল কুম্বলে, প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে কুস্তিগিরদের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছিলেন।
