সফল হল মহেন্দ্র সিংহ ধোনির হাঁটুর অস্ত্রোপচার। বৃহস্পতিবার অপারেশন সারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহি। সূত্রের খবর, এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে ছোট একটা অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর সামান্য পরীক্ষা-নিরীক্ষা করে বৃহস্পতিবারই ধোনিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এবছর পুরো আইপিএলেই বাঁ হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলে গিয়েছেন মাহি। কিন্তু কিপিং বা ব্যাটিং করা থামাননি। যদিও উইকেটের মাঝামাঝি দৌড়োনোর সময় কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। হাঁটুতে আঘাতের অস্বস্তি এড়াতে অনেক সময় মাহিকে দেখা গিয়েছে শেষ মুহূর্তে ব্যাট করতে নামতে।
উল্লেখ্য, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাহি ইঙ্গিত দিয়েছিলেন, ফিট থাকলে আরও একটা মরশুম সমর্থকদের উপহার দিতে চান তিনি। সম্ভবত খেলা চালিয়ে যাওয়ার জন্যই হাঁটুর চোট নিয়ে ভাবা শুরু করেন সিএসকে অধিনায়ক। জানা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মাহির প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর তাঁর হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই অস্ত্রোপচার সফলভাবে মিটে যাওয়ার কিছুক্ষণ পরই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাহির সফল অস্ত্রোপচারের খবরে তাঁর অনুরাগীরা নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আগামী আইপিএলে ফের চেনা ছন্দের ধোনিকে দেখার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।