রাজ্যজুড়ে দু’মাস ব্যাপী ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি এবার শেষের পথে। আগামী ১৬ জুন কাকদ্বীপে হবে সমাপ্তি সভা। আর সেই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নন্দীগ্রাম কলেজ মাঠে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে মালদহ এবং শালবনির মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। একমঞ্চে বক্তব্য রেখেছিলেন মমতা ও অভিষেক। আবার ১৬ জুন একই ছবি দেখা যাবে।
গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। মোট ১৫ টি জেলা ঘোরা হয়ে গিয়েছে। এই মুহূর্তে অভিষেক রয়েছেন রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নন্দীগ্রামে। শুক্রবার সেখানেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একান্ত আলাপচারিতায় অভিষেক জানিয়েছেন, নন্দীগ্রামে তাঁর ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী। পদযাত্রা শেষের পর তাঁকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারই নন্দীগ্রামে পদযাত্রা শেষে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দীর্ঘ ২০ কিমি পদযাত্রা আগে কেউ দেখেনি৷ দূষণমুক্ত হতে চলেছে রাজনীতি এই বাংলার নন্দীগ্রাম থেকেই’৷ শুভেন্দু গড়ে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘গদ্দারদের অবসান হতে চলেছে আগামী দিনে। আপনার গায়ে হাত পড়লে আমি আসব৷ আগামী দিনে এক ছটাক জমি দেবেন না৷ যদি দম থাকে, ২০ কিমি রাস্তায় মিছিল করে দেখাও৷ রাতের বেলা জনগণ নিয়ে মিটিং করো’।