যৌন লালসা মেটাতে পেটে-স্তনে ইচ্ছাকৃত স্পর্শ! ২টি এফআইআর-এ ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির ১০টি ঘটনার উল্লেখ করেছেন কুস্তিগীররা। এর মাঝেই ডাব্লুএফআই প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ‘জোর করে’ জড়িয়ে ধরে, বিছানায় ‘টেনে নিয়ে ফেলেন’ ব্রিজভূষণ। মহিলা কুস্তিগীরের দাবি ঘিরে উত্তাল দেশ।
কুস্তিগীরদের আন্দোলন নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সংযত থাকতেই অনুরোধ করেছেন। একই সঙ্গে কুস্তিগীরদের দিল্লি পুলিশের তদন্তের ওপর ভরসা রাখারও অনুরোধ জানিয়েছে। কিন্তু কুস্তিগীররা কেন্দ্রের কোন আশ্বাস মানতে নারাজ। তাদের একটাই দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক ব্রিজভূষণকে।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ব্রিজভূষণ শরণ সিং বলেন, ‘আমি আবারও বলছি, আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে আমি নিযে গলায় দড়ি দেব । যদি আমার বিরুদ্ধে কোন প্রমাণ থাকে, তাহলে আদালতে তা পেশ করুন, আদালত যদি আমাকে ফাঁসিও দেয়, আমি মেনে নেব’।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ ১০টি শ্লীলতাহানির ঘটনা উল্লেখ করা হয়েছে। যেখানে মহিলা কুস্তিগিররা অভিযোগ করেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের সম্মতি ছাড়াই তাদের স্পর্শ করতেনএবার আরও ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছেন এক মহিলা কুস্তিগীর। তিনি দাবি করেছেন ডাব্লুএফআই প্রধান তাকে তার ঘরে ‘জোর করে’ জড়িয়ে ধরে বিছানায় টেনে ফেলতে চেয়েছিল। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, ‘সাপ্লিমেন্ট কিনে দেওয়ার আছিলায় ব্রিজভূষণ তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছিলেন’।