সেই নন্দীগ্রাম! রাজনৈতিক দিক থেকে তৃণমূলের জন্য এই নন্দীগ্রামের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷ নন্দীগ্রামে আন্দোলনরত জনতার উপর পুলিশের গুলিতে অন্তত ১৪ জন নিহত হওয়ার পর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার-বিরোধী মনোভাব জোরদার হয়ে ওঠে।নন্দীগ্রামে কৃষকদের বিক্ষোভে নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয়তম নেত্রী। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বামেদের চেয়ে বেশি আসন পায় তৃণমূল।
তার দু’বছর পর বিধানসভা নির্বাচনে তৃণমূল ৩৪ বছর ধরে ক্ষমতাসীন বাম সরকারকে হারায়। আর ঠিক দশ বছর পরে রাজ্যে ক্ষমতা দখল করলেও নন্দীগ্রামেই রাজনৈতিক লড়াইয়ে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় (যদিও বিষয়টি হাইকোর্টে বিচারাধীন)। নবজোয়ার যাত্রা নিয়ে এ বার সেই নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে অভিষেক বন্দোপাধ্যায়ের পদযাত্রা দেখে উচ্ছ্বসিত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিষেকের কাছে নন্দীগ্রামের পদযাত্রার পরে কথা বলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। তৃণমূলের প্রার্থী ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত জয়ী হন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দুর গড়েই এবার অভিষেকের নবজোয়ার যাত্রা৷ সূত্রের খবর, নন্দীগ্রামের পদযাত্রার পরে অভিষেকের সঙ্গে কথা বলেন মমতা। ‘নন্দীগ্রামের ভিড় বলে দিয়েছে, ভোটে কারচুপি হয়েছে’, দলের চেয়ারপার্সনকে জানিয়েছেন অভিষেক।