প্রকাশ্যে এল রোহিত-বিরাটদের নতুন জার্সি। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার নয়া জার্সির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করল অ্যাডিডাস। দিনকয়েক আগে প্রকাশ্যে এসেছিল প্র্যাকিটস কিটের ছবি। এবার এল মূল জার্সি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই তিন ফরম্যাটের জন্য এদিনই জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। ৭ই জুন ভারতীয় দল নামছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। সেই ম্যাচে নতুন জার্সি পরে নামবেন ক্রিকেটাররা।
স্বাভাবিকভাবেই, টেস্টের জন্য রয়েছে সাদা জার্সি। তার কাঁধে রয়েছে তিনটি স্ট্রাইপ। শুধু টেস্টের জার্সিতে নয়, প্রতিটি ফরম্যাটের জার্সিতেই রয়েছে তিনটি করে স্ট্রাইপ। সাদা বলের ফরম্যাটের জন্য যে দু’টি জার্সি প্রকাশ করা হয়েছে, সেই জার্সি দুটি নীল রঙের। তবে সামান্য পার্থক্য রয়েছে দুটি রঙের মধ্যে।
