এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে ফের নতুন করে ছাত্র ভর্তির জন্য তালিকা প্রকাশের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মিলনমেলা প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে এক জন ছাত্র অভিযোগ জানিয়েছেন যে, তাঁদের দ্বাদশের ফল প্রকাশের আগেই প্রেসিডেন্সি সব প্রক্রিয়া সেরে ফেলেছে। তাঁর মতে, ‘সিবিএসই, আইসিএসই বোর্ডে ফলপ্রকাশ আগে হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরে হয়েছে। তার মাঝেই প্রেসিডেন্সি তালিকা প্রকাশ করে দিয়েছে। এটা ঠিক হয়নি।’
মুখ্যমন্ত্রীর কথার সূত্র ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে শিক্ষামহলে প্রশ্ন উঠে গিয়েছে। সব বোর্ডের ফলপ্রকাশের আগে কীভাবে তালিকা তারা প্রকাশ করল তা নিয়ে কথা উঠতে শুরু করেছে। মমতা এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনের উদ্দেশে বলেন, ‘ওদের বলো, আবার যেন নতুন করে লিস্ট প্রকাশ করে।’ রাজ্য সরকারের মনোভাবের কথাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমি চাই না কেউ বঞ্চিত হোক। সবাই যাতে সুযোগ পায় সেটা দেখতে হবে।’ তবে একবার তালিকা প্রকাশের পর নতুন তালিকা কীসের ভিত্তিতে প্রকাশিত হবে, নতুন করে ফর্ম পূরণ করে আবেদন জানানোর সময়সীমা কী হবে সেসব হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এরপর ঘোষণা করবে।