দেড় বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। তাঁকে এবং ৪ সন্তানকে ছেড়ে আলাদা থাকছিলেন তিনি। আর তার প্রতিশোধ নিতেই লোক ভাড়া করে স্ত্রীকে অপহরণ করিয়ে প্রকাশ্যে তাঁকে নগ্ন করে সদলবলে বেধড়ক মারধর করলেন স্বামী! হ্যাঁ, এবার এমনই ঘটনা ঘটেছে খোদ বিজেপি শাসিত গুজরাতে। যদিও ঘটনার ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি মহিলার স্বামী-সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি মোদী রাজ্যের দাহোদ জেলার। মারধর এবং লাঞ্ছনার ঘটনাটি ঘটেছিল গত ২৮ মে। কিন্তু সেই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় বুধবার। তারপরেই ব্যবস্থা নেয় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, নির্যাতিতা জনজাতি সম্প্রদায়ভুক্ত। দেড় বছর আগে স্বামী এবং ৪ সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন ওই মহিলা। মেহসানা জেলায় অন্য এক ব্যক্তির সঙ্গে থাকছিলেন তিনি। দুজনে একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। কিন্তু এই ঘটনা মেনে নিতে পারেনি মহিলার স্বামী। স্ত্রী বাড়ি ছাড়ার পর থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গত ২৮ তারিখ নির্যাতিতার পরে প্রেমিকের মা রামপুরা গ্রামে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তাঁর ছেলেকে এবং ওই মহিলাকে। মহিলার স্বামীকেও আমন্ত্রণ জানান তিনি। এরপরেই অভিযুক্ত ৪-৫ জন লোককে নিয়ে রামপুরা গ্রামে গিয়ে ওই বিয়েবাড়ি থেকে একটি চারচাকার গাড়িতে করে মহিলা ও তাঁর প্রেমিককে অপহরণ করেন। দুজনকে নিয়ে আসা হয় মারগালা গ্রামে। সেখানে সকলের সামনেই বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয় মহিলাকে। গ্রামেরই কেউ নির্যাতনের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে দেন। আর তা নিমেষের মধ্যে ভাইরাল হতেই তদন্তে নেমে মহিলার স্বামী-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।