এবার বেতন কাঠামোয় পরিবর্তন এনে সরকারি কর্মচারীদের আরও সুবিধা করে দিল রাজ্য। বুধবার দুপুরে নবান্নে সরকারের শীর্ষ আমলা ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বেতন কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করে নবান্ন।
প্রসঙ্গত, বর্তমানে মডিফাইড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের মাধ্যমে কর্মজীবনের ৮, ১৬ এবং ২৫ বছরের মাথায় প্রমোশন হয়। কিংবা পদোন্নতি না হলেও পরবর্তী স্কেলে বেতন পান। সেই ফর্মুলায় বদল ঘটিয়ে তা ৮, ১৫ এবং ২৪ করা হয়েছে। অর্থাৎ উর্ধ্বতন কর্তারা কাজে সন্তুষ্ট থাকলে কর্মজীবনের ৮ বছর, ১৫ বছর ও ২৪ বছরের মাথায় স্বাভাবিক নিয়মে প্রমোশন হবে কিংবা বর্ধিত স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা।
এর পাশাপাশি সচিবালয়ে বেশ কিছু নতুন পদ তৈরি তথা পদ বাড়ানোর ব্যাপারেও গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য আরও একটি সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা হেলথ স্কিমের আওতায় রয়েছেন তাঁদের জন্য ক্যাশলেস বেনিফিটের লিমিট বাড়ানো হবে। এতদিন দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বেনিফিট পেতেন পেতেন কর্মচারীরা। এবার তা বাড়িয়ে দু লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া সংখ্যালঘু দফতরের অধীনে এসএসকে এবং এম এস কে শিক্ষকদের ৩ শতাংশ করে বার্ষিক ইনক্রিমেন্ট এবং অবসর নেওয়ার সময় এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আবার, সরকারি পদবিন্যাসে কিছু পরিবর্তনও করা হয়েছে। যেমন পূর্ত, সেচ বা জলসম্পদ উন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ারদের পদের নামের বদল ঘটানো হয়েছে।