প্রত্যেক বারের মতো এবারও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি,আইসিএসই ও মাদ্রাসার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে দুপুর ১টা থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা। মূলত মাধ্যমিকের প্রথম ১০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ স্থানে থাকা পড়ুয়ারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মাদ্রাসার পড়ুয়াদের উপস্থিত থাকার পাশাপাশি গোটা রাজ্যে আইসিএসই ও সিবিএসসির স্থানাধিকারী পড়ুয়ারাও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রত্যেক বারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে আলাপচারিতা করবেন। পাশাপাশি আগামী দিনে তাঁদের জীবনে কী লক্ষ্য সে সম্পর্কে জানার পাশাপাশি রাজ্য সরকারের তরফে কী কী করা হচ্ছে সে সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের কাছে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবর্ধনা অনুষ্ঠানে বই, ল্যাপটপ দেওয়ার পাশাপাশি বেশ কিছু উপহার সামগ্রী আজ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্তন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সিলেবাস পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে স্কুল শিক্ষা দফতরের অন্দরে। শুধু তাই নয়, এদিনের সংবর্ধনা অনুষ্ঠান থেকে জাতীয় শিক্ষানীতি নিয়েও ফের সরব হতে পারেন মুখ্যমন্ত্রী বলেই মনে করা হচ্ছে।