প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের কড়া ভাষায় বিঁধলেন নাসিরুদ্দিন শাহ। মাসখানেক আগেই মুঘলদের অধ্যায় পাঠ্যবই থেকে বাদ যাওয়া নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। আর এবার নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন তিনি। ওই সংসদ ভবন উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে দেশের সংবিধানকে অপমান করা হয়েছে বলেই মনে করছেন নাসিরুদ্দিন। তিনি বলেছেন, “দেশের সর্বময় নেতা নিজের জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে চেয়েছিলেন। সেটাই করলেন। উনি যেভাবে সংসদ ভবন উদ্বোধন করলেন, সেটা দিয়েই তাঁকে মনে রাখা হবে।”
পাশাপাশি অভিনেতা বলেন, “পুরনো সংসদ ভবন অনেক বছর পুরনো। তাই নতুন ভবনের দরকার হতেই পারে। কিন্তু এমন অনুষ্ঠানের কি দরকার ছিল? যেখানে সবকিছুতে ধর্মীয় রীতিনীতি পালিত হয়েছে।” মোদীর এহেন ক্রিয়াকলাপকে নাসিরুদ্দিন শাহ ‘বৈভবের বিভ্রম’ বলেও কটাক্ষ করেছেন। “উনি এমনভাবে পুরোহিতদের দ্বারা বেষ্টিত হয়ে এসেছিলেন যেন ইংল্যান্ডের রাজা বিশপদের দ্বারা বেষ্টিত হয়ে রাজদণ্ড বহন করে নিয়ে যাচ্ছেন। এভাবে জাঁকজমকের একটা সীমা থাকা দরকার। ওঁর কারণেই দেশের এই অবস্থা”, বক্তব্য প্রবীণ অভিনেতার।