বহুদিন ধরেই চলবে জোকা-তারাতলা মেট্রো রুটের কাজ। যার কারণে আপাতত ঠিকানা পরিবর্তিত হতে চলেছে ‘বিধান মার্কেট’ নামে পরিচিত ময়দান মার্কেটের। মেট্রোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই নতুন জায়গায় ওই মার্কেট গড়ার কাজের জন্য দরপত্র ডাকা হয়েছে।
উল্লেখ্য, নতুন স্থানটিতে দোকানের পাশাপাশি ফুড কোর্ট থেকে শুরু করে গাড়ি রাখার বন্দোবস্ত-সহ নানা সুবিধা রাখা হবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উপরেই রয়েছে ময়দান মার্কেট। নতুন পরিকল্পনা অনুযায়ী তা সরানো হবে এসপ্ল্যানেড স্টেশনেরই উপরে, অন্য একটি প্রান্তে।