এবার রাস্তা তৈরিতেও দুর্নীতি এনডিএ শাসিত মহারাষ্ট্রে! জানা গিয়েছে, কিছুদিন আগেই তৈরি হয়েছিল নতুন রাস্তা। কিন্তু ক’দিন যেতে না যেতেই বেহাল অবস্থা সেই রাস্তার। এমনকী হাত দিয়ে চাগিয়ে তুলে ফেলা যাচ্ছে সেই রাস্তা! হ্যাঁ, তেমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। বিপুল টাকা খরচ করে কীভাবে এমন রাস্তা তৈরি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা।
জানা গিয়েছে, রাস্তাটি মহারাষ্ট্রের জালনা জেলার আমবাদ তালুকের কারজাত-হাস্ত পোখারি এলাকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে কয়েকদিন আগেই তৈরি করা হয়েছিল রাস্তাটি। কিন্তু তৈরি হওয়ার পর থেকেই সেই রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরেই রাস্তার ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এলাকার লোকজন। তেমনই একটি ৩৮ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, অ্যাসফল্টের ঠিক নীচেই কার্পেটের মতো দেখতে একরকমের জিনিস পেতে দেওয়া হয়েছে। ওপর থেকে দেখে মনে হচ্ছে নতুন পিচ লাগানো হয়েছে রাস্তায়। কিন্তু ধার বরাবর হাত দিয়ে সামান্য খোঁচাতেই চড়চড় করে উঠে আসছে সেই রাস্তা।
ভিডিওতে গ্রামবাসীরা জানিয়েছেন, স্থানীয় একজন কন্ট্রাক্টর বানিয়েছিলেন রাস্তাটি, যাঁর নাম রানা ঠাকুর। তাঁরা জানিয়েছেন, রাস্তা তৈরির পুরো কাজটিই একেবারে যাচ্ছেতাই ভাবে করা হয়েছে। কোনও মতে তাড়াহুড়ো করে ভাওঁতা দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। জানা গেছে, ওই কন্ট্রাক্টর জানিয়েছিলেন, জার্মান প্রযুক্তি ব্যবহার করে রাস্তা বানাবেন তিনি। কিন্তু ভিডিও থেকে স্পষ্ট, জার্মান কেন, রাস্তা তৈরির জন্য কিছুই করা হয়নি। স্থানীয়রা এই ঘটনায় ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের দিকে আঙুল তুলেছেন।