অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাগত জানাতে তৈরি চণ্ডীপুর। তাঁর জন্য় বিশেষ উপহার তৈরি করেছেন সেখানকার পট শিল্পীরা। তৈরি হয়েছে পটচিত্রও। এই সুযোগ পেয়ে আপ্লুত শিল্পীরা।
বৃহস্পতিবার বিকেলে চণ্ডীপুর বাজারে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে হাঁসচড়া বাসস্ট্যান্ড লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে চা পর্বে দেখা করবেন তিনি। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় হবিচক গ্রামের পটশিল্পী আবেদ চিত্রকর এবং তাঁর স্ত্রী সায়েরা চিত্রকর-সহ ২৫ জন পটশিল্পীর কথা বলবেন। তখনই তাঁর হাতে পটচিত্রটি তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র জানান, ‘হবিচকে বহু গুণী পটশিল্পী রয়েছেন। তাঁরা আমাদের জেলার গর্ব। হাতে আঁকা পটচিত্র দিয়ে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সম্মান জানাবেন’। এই সুযোগ পেয়ে আপ্লুত পটচিত্র শিল্পী শুভ চিত্রকর,বিজয় চিত্রকর,ইনসার চিত্রকররা।
অ্যালুমিনিয়ামের প্লেটের উপর তেল রঙের কারুকাজে দেবী দুর্গার পরিবারকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক যেন জাগ্রত দেবী। বরাভয়দায়িনী,অসুরনাশিনী রূপে নারীশক্তির উত্থান। ১৭ ইঞ্চির গোলাকার সুদৃশ্য এই পটচিত্র উপহার হিসেবে অভিষেকের হাতে তুলে দেবেন শিল্পীরা। জুনের প্রথম সপ্তাহে আবেদের স্ত্রী সায়েরা চিত্রকর ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্ব লোকোগানের আসরে পটের গান শোনাবেন। তাঁর আগে বাড়ির পাশে তৃণমূল সেনাপতির কাছ থেকে শুভেচ্ছা বার্তা নেবেন তিনি।