শেষ আইপিলের পর্ব। আগামী ৭ই জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৈরি হচ্ছে অজি-বাহিনীও। ফাইনালে নামার আগে যদিও রোহিত, বিরাটদের কিছুটা এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ‘‘ভারত কিছুটা হলেও এগিয়ে নামবে। তার প্রধান কারণ, গত ৫-৬ বছর ধরে দলটার পরিশ্রম। কঠিন পরিশ্রম করেছে ক্রিকেটাররা। ওরা ধারাবাহিকতা দেখিয়েছে। ফিটনেস ভাল করেছে। তারই ফল পাচ্ছে। অস্ট্রেলিয়ার থেকে ধারেভারে রোহিতরা এগিয়ে”, জানিয়েছেন শাস্ত্রী।
পাশাপাশি প্রাক্তন কোচের মতে, অস্ট্রেলিয়ার তুলনায় ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা বেশি। বিশেষ করে ব্যাটিং বিভাগে কামিন্সদের টেক্কা দেবেন রোহিতরা। শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। বিরাট, রোহিত, পুজারা, রাহানেদের অভিজ্ঞতা অনেক বেশি। ইংল্যান্ডের পরিবেশে ওরা সহজে মানিয়ে নিতে পারবে। অন্য দিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে গত কয়েক বছরে অনেক বদল হয়েছে। ফলে ওদের অভিজ্ঞতা অনেক কম।’’ উল্লেখ্য, এবার দ্বিতীয় বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। গত বার সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। এ বার জয়ের লক্ষ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম-ইন্ডিয়া।