এবার রাজধানীতে আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিংহ। কুম্বলে টুইট করে লেখেন, “গত রবিবার (২৮শে মে) কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক নয়। কথা বলে সব কিছুর সুরাহা সম্ভব। আশা করব খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে।” হরভজন বলেন, “সাক্ষীরা দেশের গর্ব। তাঁদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখে কষ্ট হচ্ছে। আশা করব ওরা বিচার পাবে।” প্রাক্তন ক্রিকেটাররা প্রতিবাদে মুখ খুললেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ক্রিকেটাররা।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগিরেরা। দীর্ঘ দিন ধরে কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আসছেন কুস্তিগিররা। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয় হয়নি। মেলেনি কোনও সুরাহাসূত্র। বরং কুস্তিগিরদের মারধর করে হাজতে নিয়ে গিয়েছিল দিল্লী পুলিশ।