ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। দুপুর তিনটে নাগাদ নবান্ন সভাঘরে সরকারি কর্মচারী সংগঠনের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শাসকদল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। তবে অন্যান্য সরকারি কর্মচারী সংগঠনগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই দাবি।
কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষিকাদের বিরাট একটা অংশ। শহিদ মিনারের পাদদেশে দীর্ঘদিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। তবে তাদের আজকের এই বৈঠকে আমন্ত্রন জানানো হয়নি। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, সরকারি কর্মচারী পরিষদ।
তবে এই প্রথম নয়, এর আগেও আন্দোলনকারীরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে, কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। তবে এ বারে বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী।