কীভাবে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য প্রস্তুতি নেন, কীভাবে মাঝ সমুদ্রে নৌকার হাল ধরেন, জাল ফেলেন জলে, তা দেখতে কেরালায় মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন তিনি।
আবার, কর্ণাটকের নির্বাচনী প্রচারেও ডেলিভারি বয়ের স্কুটারে ঘুরে বেড়িয়ে সকলের নজর কেড়েছিলেন। সম্প্রতি হরিয়ানার আম্বালার রাস্তায় ট্রাকে চেপে ঘুরতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতাকে। এবার ফের একবার রাতে ট্রাক চালকের পাশের আসনে বসে তাঁদের সমস্যার কথা শুনতে শুনতে দীর্ঘ যাত্রা করলেন রাহুল। সোমবার রাতে ট্রাকে চেপে দিল্লি-চন্ডীগড় মহাসড়কে যাত্রার সময় চালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন সোনিয়া-পুত্র। যেখানে ট্রাক যাত্রার পাশাপাশি মুরথালের একটি ধাবাতে নেমে ট্রাকচালকদের সঙ্গে ট্রাকচালকদের সঙ্গে বসে রুটি, তরকারি ও চা খেতে দেখা গিয়েছে তাঁকে।