বজ্রপাতে ভেঙে পড়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকাল মন্দির চত্বরের ‘সপ্ত ঋষি’র স্ট্যাচু। আর তারপরই ‘শ্রী মহাকাল লোক প্রজেক্টে’ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে একটি তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস। ওই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতারা।
মূর্তি ভাঙার পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ শাসক দলকে কটাক্ষ করে টুইট করেন, ‘কংগ্রেস সরকার যখন মহাকাল মন্দির চত্বরে করিডর তৈরির অঙ্গিকার করেছিল, তখন ভাবেনি যে পরবর্তী সরকার বিষয়টি নিয়ে জঘন্য দুর্নীতি করবে।’ এই মন্তব্যের পাশাপাশি প্রবীণ কংগ্রেস নেতাদের দিয়ে একটি তদন্ত কমিটিও গড়েছে কংগ্রেস।