বাংলাজুড়ে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। আজ, মঙ্গলবার থেকে রাজ্যের পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি সর্বত্র কমবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মঙ্গলবার থেকে। আগামি ৭২ ঘন্টায় উত্তরের সমতলের জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূলীয় অঞ্চল ছাড়া আর কোথাও কার্যত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মঙ্গলবার থেকে। আগামী ৭২ ঘন্টায় কলকাতার পারদ পৌছাবে ৩৮ বা ৩৯ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলায় ক্রমশ বাড়তে থাকা পারদ ৪০ ডিগ্রি ছাড়াবে। তাই খাতায় কলমে তাপপ্রবাহ বা থাকলেও, তার অনুরূপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। প্রায় ৯০ শতাংশের কাছাকাছি আপেক্ষিক আর্দ্রতা। ফলত আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগ করবে সাধারণ মানুষ।
আজ কলকাতায় দিনভর চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি থেকে প্রায় ২ ডিগ্রি বেড়ে ২৯.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯১ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে ছত্তিশগড়ে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দিল্লি, হরিয়ানা, উত্তরাখন্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝোড়ো হাওয়া বইবে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। শিলাবৃষ্টি হবে রাজস্থানে। ভারী বর্ষণ হবে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও সমতলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।