ভূস্বর্গে ফের আতঙ্ক বাড়াচ্ছে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য। ক্রমাগত কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনা ঘটছিল। কাশ্মীরের সাধারণ নাগরিক, ভিন রাজ্যের শ্রমিকদের বেছে বেছে নিশানা করছিল জঙ্গিরা। মাঝে এই নাশকতা কমলেও ফের কাশ্মীরের সাধারণ মানুষজনের হত্যালীলায় মেতে উঠেছে তারা। জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা এক সার্কাসকর্মীকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক কুমার। বাবার নাম মাসুক কুমার। উধমপুরের বাসিন্দা দীপক একটি সার্কাসদলে কাজ করতেন। তাঁকে গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা। জানা গেছে, অনন্তনাগের একটি সরকারি মেডিক্যাল কলেজের সামনে তাঁকে গুলি করে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর পর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লা। গত বছর মে মাসে বেশ কয়েক জন সাধারণ নাগরিককে খুনের ঘটনা ঘটে কাশ্মীরে। তাঁদের মধ্যে কয়েক জন আবার কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের। কুলগামে বিনয় কুমার নামে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়। এর আগে কুলগামের স্কুলে ঢুকে শিক্ষিকাকে গুলি করে খুন করে জঙ্গিরা। বিহারের কয়েকজন শ্রমিককেও গুলি করে খুন করা হয়। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। “উপত্যকায় শান্তি ফেরাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। সেখানকার নাগরিকদের নিরাপত্তা করতে হবে সরকারকে”, বক্তব্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।