আপাতত ইতি বৃষ্টির পর্বে। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ করেই অনেকটা বেড়ে যাওয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পেল বাংলা। তবে আগামী ৫ দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি দুই-ই বাড়বে বলে জানান হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে এই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে গরম কমার সম্ভাবনা নেই। বরং জলীয় বাষ্প বৃদ্ধিতে অস্বস্তিকর গরম বাড়বে অনেকটাই। আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা সামান্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে আরও বাড়বে গরম। তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
পাশাপাশি, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এর মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মঙ্গলবার থেকে। সোমবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯০ শতাংশ। কাল আলিপুরে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে আজ সোমবার ২৯শে মে। রাজস্থানের একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে সিকিম থেকে উড়িষ্যা পর্যন্ত। এটি গাঙ্গেয় বাংলার উপর দিয়ে গেছে। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝোড়ো হাওয়া বইবে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও সমতলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।