বজরং দলের সমর্থক এক যুবক বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎই তাঁদের ঘিরে ধরে প্রায় ৩০ জন যুবক। কিছু বুঝে ওঠার আগেই সেই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারতে শুরু করে। অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো বজরং দল করার জন্য তাঁকে মারা হচ্ছে। কিন্তু পরে জানা যায়, যারা পিটিয়েছে তাঁরাও ওই একই দলের সদস্য। তাহলে কেন এভাবে নিজেদের দলের সমর্থককেই ধরে পেটানো হল? জানা গিয়েছে, শুধুমাত্র প্রেম করার শাস্তি দেওয়াই ছিল আসল উদ্দেশ্য। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে।
এমনিতে সে রাজ্যে বজরং দলের নীতিপুলিশদের হাতে মাঝেমধ্যেই হেনস্থার শিকার হন যুগলরা। এবার সেই একই শাস্তি পেলেন খোদ ওই দলের সদস্য অজিত। এমনিতে কট্টর হিন্দুত্ববাদী ওই যুবক একটিই ‘ভুল’ করে ফেলেছিলেন। ভালবেসেছিলেন এক মুসলিম মহিলাকে। মাঝেমধ্যেই তাঁর সঙ্গে ইতিউতি দেখা করতেন। অজিতের এই প্রেমের বিষয়টাই পছন্দ ছিল না বজরং দলের অন্যান্য সদস্যদের। তাই ওই যুবককে উচিত ‘শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই।
সম্প্রতি অজিত তাঁর ওই মুসলিম বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। সেখানেই নীতিপুলিশের দল ঘিরে ধরে তাঁকে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। ওই সদস্যদের তাণ্ডবে রীতিমতো ভয় পেয়ে যান মুসলিম বান্ধবীও। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় গিয়ে তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। তাঁরাই আহত অবস্থায় অজিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। এদিকে ওই ৩০জনের খোঁজ শুরু করেছে পুলিশও।