লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-বিরোধী দলগুলির মধ্যে পারস্পরিক আলোচনা চলছিল সাম্প্রতিক কালে। এ বার সব বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হল পাটনায়। আগামী ১২ জুন ওই বৈঠকের যৌথ আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী তথা জে়ডিইউ নেতা নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
পাটনায় বিরোধী শিবিরের এমন বৈঠক করার জন্য নীতীশকে প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাপ্রবাহ সে দিকেই এগোনোয় মমতা তো বৈঠকে যাবেনই, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরও সেখানে থাকার কথা। বৈঠকে থাকতে পারে সিপিএমও। পাটনার এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও বিরোধী দলই আপত্তি তোলেনি।
বিগত কিছু দিনে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, জেডিইউয়ের নীতীশ এবং আরজেডি-র তেজস্বী, জে়ডিএসের এইচ ডি কুমারস্বামী, আপের অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান। দিল্লির বদলে পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করার কথা নীতীশের সঙ্গে বৈঠকে তুলেছিলেন তৃণমূল নেত্রী। অন্য দিকে, নীতীশের দায়িত্ব ছিল বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলে সমন্বয় করা। শেষে তিনি দিল্লিতে আলোচনায় বসেছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী এবং খাড়গের সঙ্গে। তার পরেই সব বিরোধী দলকে ডেকে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর। রাহুলের চলে যাওয়ার কথা আমেরিকায়। তার ফলে তিনি এখন নিজে থাকতে পারবেন না। সূত্রের খবর, নীতীশদের ডাকা বৈঠকে খাড়গে থাকতে পারেন।