বড়সড় বিতর্কের কেন্দ্রে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য! আরও একবার প্রশ্নের মুখে পড়ল বহুচর্চিত ‘গুজরাট মডেল’। ২০২৩ সালের গুজরাট বোর্ডের এসএসসি দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় সব মিলিয়ে ৬৪.৬২ শতাংশ পড়ুয়া পাশ করলেও ১৫৭টি স্কুলে সকলেই অকৃতকার্য হয়েছে। জেলাগুলির মধ্যে শীর্ষে সুরাট। সেখানে ৭৬ শতাংশ পড়ুয়াই পাশ করেছে। সবচেয়ে নিচে দাহোদ। সেখানে মাত্র ৪০.৭৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে। দেড়শোরও বেশি স্কুলে একজনও পাশ করতে পারল না কেন? প্রশ্ন তুলেছেন অনেকেই। পরীক্ষার মোট ফলাফলে চোখ রাখলে দেখা যাচ্ছে মাত্র ৬ হাজার ১১১ জন পড়ুয়া এ১ গ্রেড পেয়েছে। এ২ পেয়েছে ৪৪ হাজার ৪৮০ জন। বি২ গ্রেড পেয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৫২ জন।
পাশাপাশি, গুজরাটি ভাষার পরীক্ষায় পাশ করতে পারেনি ৯৬ হাজার পরীক্ষার্থী। এদিকে অঙ্কে ফেল করেছে ১ লক্ষ ৯৬ হাজার পড়ুয়া। ২৭২টি স্কুলে যেখানে সকলেই পাশ করেছেস সেখামে ১ হাজার ৮৪টি স্কুলে পাশের হার মাত্র ৩০ শতাংশ। তবে সবচেয়ে বেশি চমকে দিচ্ছে ১৫৭টি স্কুলে পাশের হার শূন্য শতাংশ – এই পরিসংখ্যান। যা গুজরাটের শিক্ষার পরিস্থিতি নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি করেছে। গুজরাটের ৭০০টি স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, এমনটাই জানা গিয়েছিল গত বছর। শিক্ষকের না থাকা নাকি পরিকাঠামোর অন্য ত্রুটি, কোন কারণে এই শিক্ষাব্যবস্থার এহেন বেহাল দশা বিজেপিশাসিত এই রাজ্যে? উত্তর খুঁজছে ওয়াকিবহাল মহল।