শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে জেলা বিজেপির নেতা-কর্মীদের অনেকেই হাজির হলেন না। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। দলের পুরনো নেতাদের অনেকেই শুভেন্দুর উপস্থিতিতে এই বৈঠক কার্যত বয়কট করেছেন বলে দলীয় সূত্রে খবর। যা নিয়ে ঘনিষ্ঠ মহলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।
শুক্রবার ডায়মন্ড হারবার জেলা বিজেপির কার্যকারিণী বৈঠক ছিল। মোদী সরকারের ন’বছর পূর্তিকে সামনে রেখেই এই বৈঠক হয়। সেখানে শুভেন্দুই ছিলেন প্রধান বক্তা। কিন্তু সংগঠনের এই হাল দেখে হতাশ বিরোধী দলনেতা।
বিজেপি সূত্রে খবর, বিষ্ণুপুরের জয়রামপুরে এদিন এই কার্যকারিণী বৈঠকে সাংগঠনিক জেলার ছ’টি মণ্ডলের সভাপতিরা অনুপস্থিত ছিলেন। তাঁদের অনুপস্থিতি নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে। ওই মণ্ডলের সভাপতিরা কী কারণে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন, তা যথেষ্ট গুরুত্ব দিয়ে খোঁজখবর নেওয়ার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ৯০ জনের জেলা কমিটির সদস্যদের মধ্যে অনেকেই ছিলেন অনুপস্থিত। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতা-কর্মীদের মধ্যে মাত্র দু’শো জনের মতো ছিলেন বলে জানা গিয়েছে।