সন্তান প্রসবের জন্য প্রসূতিরা যাতে সহজে হাসপাতালে পৌঁছতে পারেন সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে চালু করা হয়েছে মাতৃযান বা নিশ্চয়যান প্রকল্প। ২০১১ সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে এই প্রকল্প চালু করে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। নির্দিষ্ট নম্বরে ফোন করলেই মিলবে পরিষেবা।
যাতে স্বাস্থ্যকেন্দ্রে সহজে এসে সন্তানের জন্ম দিতে পারেন মহিলারা সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প চালু করা হয়। ২০১১ সালে মাতৃযান প্রকল্পের সূচনা করে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রত্যন্ত গ্রামের প্রসূতি মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা। যাতে রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলাই প্রসবের আগে হাসপাতালে যাওয়া এবং সন্তান জন্মের পর বাড়ি ফিরতে পারেন সেই জন্যই এই প্রকল্প।
প্রসুতির হাসপাতালে যাওয়া এবং সন্তান জন্মের পরে হাসপাতাল থেকে ফেরার জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া যায় এই প্রকল্পে। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য নয়, তারপরেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। শিশুর ২৮ দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য এই সুবিধা পাওয়া যাবে। ওই সময়ের মধ্যে মা ও শিশুর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও নিখরচায় ‘মাতৃযান’ পাওয়া যাবে। এই সুবিধা পাওয়ার জন্য ফোন করতে হবে একটি নম্বরে। এর জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর ‘১০২’-এ ফোন করলেই পাওয়া যাবে মাতৃযান বা নিশ্চয়যান পরিষেবা ।