রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিতে চায় মোদী সরকার। এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে দিল্লির আপ সরকার। সম্প্রতিই শীর্ষ আদালতে বড় জয় পায় তারা। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, দিল্লির প্রশাসনিক ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতেই। কেবল পুলিশ, আইন-শৃঙ্খলা ও জমির ক্ষমতা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। তবে এরপরই আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতেই থাকে, তার জন্য এক বিশেষ অধ্যাদেশ আনে কেন্দ্রীয় সরকার। সেই অধ্যাদেশ যাতে রাজ্যসভায় পাস না হয়, তার জন্যই বিরোধী দলগুলির সমর্থন জোগাড় করছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।চলতি সপ্তাহেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেন তিনি।
এরপরে এনসিপি প্রধান শরদ পাওয়ার ও শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করেন। তাঁরা সকলেই কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের বিরোধিতায় আপকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। পাশে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এবার জানা গেল, আজ, শনিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করতে চলেছেন আপ সুপ্রিমো। আজ শনিবার কেসিআর-এর সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ যাচ্ছেন কেজরি। এদিন, দুপুর একটা নাগাদ দুই নেতার মধ্যে সাক্ষাৎ ও বৈঠক হবে বলে জানা গিয়েছে। কেজরির সঙ্গে আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিং ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।