রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনায় আকাশ বাতাস কাঁপিয়ে মামলার পর মামলা আর আন্দোলন চালিয়ে যাচ্ছে লাল পার্টির নেতারা। সেই সঙ্গে চলছে মহার্ঘ্য ভাতার দাবিতেও আন্দোলন। সেই সবের পিছনে প্রত্যক্ষ সমর্থন থাকছে বিজেপি ও কংগ্রেসেরও। সেই প্রেক্ষাপটেই এবার সামনে এল বাম জমানার এক বড়সড় কেলেঙ্কারির ঘটনা। আর সেই ঘটনা সামনে নিয়ে এল কেন্দ্রের ক্যাগ।
রিপোর্টে জানানো হয়েছে, বাংলায় বামফ্রন্ট সরকারের আমলে ২০০৯ সালে স্কুলে করণিক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতির ঘটনা ঘটেছিল। সহস্রাধিক চাকরিপ্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করেছে ক্যাগ।
রাজ্যে স্কুলশিক্ষক নিয়োগের ভারপ্রাপ্ত সংস্থা এসএসসি গঠিত হয় ১৯৯৭ সালে। ২০০৮ সালে আইনে বদল এনে শিক্ষক নিয়োগের পাশাপাশি অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্বও এসএসসি’র হাতে তুলে দেওয়া হয়। ২০০৯ সালে স্কুলে করণিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আবেদন করেন ৩ লক্ষ ৭ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের চাকরি পাওয়ার কথা। সেই পরীক্ষার রিপোর্ট ২০১৭ সালে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীর সরকারের কাছে জমা দেয় ক্যাগ। সেই রিপোর্টেই বলা হয় যে, ২০০৯ সালে নেওয়া সেই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাঁদের মধ্যে ১ হাজার ১১০ জন যোগ্য প্রার্থীকে ইন্টারভিউতে ডাকেইনি এসএসসি। উল্টে পরীক্ষায় অনুত্তীর্ণ বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে ডেকে চাকরি দেওয়া হয় বলে রিপোর্টে জানিয়েছে ক্যাগ। কম নম্বর পাওয়া বহু প্রার্থীকে চাকরি দিতে অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের নম্বর বদলে দেওয়া হয়েছে বলেও জানায় তারা। কিন্তু মজার কথা গোটা বিষয়টি ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে মোদী সরকার। এমনকি এতবড় কেলেঙ্কারির ঘটনা নিয়ে কোনও পদক্ষেপই করেনি মোদী সরকার। না কোনও অভিযোগ দায়ের হয়েছে না কোনও তদন্ত হয়েছে না এই ঘটনায় কেউ শাস্তি পেয়েছে।