মোদী জমানায় এর আগে অসম সামাজিক ব্যবস্থা, জাতিগত অত্যাচার এবং অধিকার লঙ্ঘন সম্পর্কিত বিষয় পাঠ্যক্রম থেকে বাদ দিয়েছে তারা।
২০২১ সালে বিএ ইংরেজি অনার্স পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছিল মহেশ্বতা দেবীর ছোটগল্প ‘দ্রৌপদী’ এবং দলিত লেখক বামা এবং শুকার্থরিণীর আত্মজীবনীমূলক রচনাগুলিও৷ আর এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল (এসি) বিএ রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে কবি মহম্মদ ইকবালের জীবনী এবং সাহিত্য রচনা সম্পর্কিত ‘ইকবাল: কমিউনিটি’ অধ্যায়টি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে।
এছাড়াও তারা পার্টিশন স্টাডিজ, হিন্দু স্টাডিজ এবং ট্রাইবাল স্টাডিজের জন্য নতুন কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। উল্লেখ্য, ইকবাল উপমহাদেশের অন্যতম বিশিষ্ট উর্দু ও ফার্সি কবি। তিনি ‘সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা’ গানটির রচয়িতা। এবং পাকিস্তানের জাতীয় কবিও ছিলেন।