বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈন। তিহাড় জেলের শৌচাগারে মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই আবহে এবার জৈনকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণে ৬ সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই জেলের শৌচালয়ে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন সত্যেন্দ্র। শ্বাসকষ্টের কারণে তাঁকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার অসুস্থ হয়ে পড়লেন সত্যেন্দ্র। জেল সূত্রে খবর, গত সোমবার সফদরজং হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। জেলের শৌচালয়ে পড়ে গিয়ে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন বলে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল।