বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার রাজ্যের নানা জেলায় ছড়িয়ে থাকা আইটিআই ও ডিপ্লোমা কলেজগুলি থেকে পাশ করে বেড়িয়ে যাওয়া পড়ুয়া এবং বর্তমান পড়ুয়াদের জন্য চাকরির ব্যবস্থা করছে মমতা সরকার। রাজ্যেই থাকা একটি বেসরকারি সংস্থায় প্রায় ২ হাজার পড়ুয়াকে চাকরি পাইয়ে দিতে তৎপর হয়েছে রাজ্য। এর জন্য মেগা ক্যাম্পাসিং ড্রাইভেরও ব্যবস্থা করা হয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের তরফ থেকে। বেসরকারি সংস্থায় যোগ্য প্রার্থীদের কাজ দিতে সেখানে পরীক্ষা ও ইন্টারভিউয়েরও ব্যবস্থা করা হচ্ছে। সরকারি এই উদ্যোগে একদিকে যেমন খুশি বেসরকারি সংস্থাগুলি তেমনি খুশি আইটিআই ও ডিপ্লোমা কলেজ পড়ুয়ারাও।
রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুটি মহকুমা দুর্গাপুর ও আসানসোল, শিল্পাঞ্চল হিসাবে গোটা দেশেই সুপরিচিত। আবার জয় বালাজি গ্রুপ দেশের অন্যতম শিল্পসংস্থা যাদের এই রাজ্যেই ৭টি কারখানা আছে। তার মধ্যে আবার ৬টি পশ্চিম বর্ধমান জেলায়। শিল্প নিয়ে রাজ্য সরকারের ইতিবাচক মনোভাব দেখে সেই শিল্প গ্রুপের চেয়ারম্যান আদিত্য জাজোদিয়া কারখানাগুলির সম্প্রসারণ ও নতুন ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় তাঁর ২ হাজার নতুন সেমি স্কিল্ড ও স্কিল্ড শ্রমিকের প্রয়োজন আছে। সেই চাহিদা পূরণেই উদ্যোগী হয়েছে রাজ্যের কারিগরী শিক্ষা দফতর। রাজ্যকে ৩টি জোনে ভাগ করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য শিলিগুড়ি আইটিআই, দুর্গাপুর আইটিআই ও কলকাতার টালিগঞ্জ আইটিআইয়ে ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আইটিআই পাশ ও চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসিংয়ের পাশাপাশি ডিপ্লোমা কলেজ পড়ুয়াদেরও অংশগ্রহণের ব্যবস্থা থাকছে।