১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে মোদী সরকার। যা নিয়ে বহুদিন ধরেই সরব রাজ্য সরকার। শাসকদল তৃণমূলও কেন্দ্রের ‘বঞ্চনা’র প্রতিবাদে রাজনৈতিক কর্মসূচিও নিয়েছে। এই আবহেই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি, নীতি আয়োগের ওই বৈঠকে বাংলার বলার সুযোগ আসে অনেক পরে। তা ছাড়া, এত টাকা বকেয়া রেখে এমন বৈঠক ডাকাও অর্থহীন।
তৃণমূলের লোকসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন, ‘যে সরকার রাজনৈতিক প্রতিহিংসা, অর্থনৈতিক অবরোধ শুরু করেছে, তাদের তাবেদার নীতি আয়োগের ওই বৈঠক লোক দেখানো। সেখানে গেলেও আমাদের বলার সুযোগ আসে সবার শেষে, যখন কেউ থাকেন না। আর এক লক্ষ কোটি টাকার বেশি পাওনা বকেয়া রেখে এই বৈঠক ডাকাই অর্থহীন।’ তাঁর সংযোজন, ‘বাংলাকে ভাতে মারার যে চক্রান্ত চলছে, তার অবসান ঘটাতে এই সরকারের বিদায় ছাড়া রাস্তা নেই!’