এই মুহূর্তে ‘নব জোয়ার’ যাত্রা নিয়ে পুরুলিয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানেই শিমুলিয়ার অধিবেশন থেকে কুড়মি আন্দোলন নিয়ে মুখ খুললেন তিনি। কুড়মি আন্দোলনকারীদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার ডাক দিয়ে পাশে থাকার বার্তাও দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
অভিষেক বলেন, ‘আমাদের সরকার ২০১৭ সালে ক্যাবিনেটে রিজিলিউশন করে পাঠিয়েছিল। কোনও রাজ্য সরকার করেছে? কেউ করেনি। সেখানে পুরুলিয়ায় কুড়মি ভাইদের একাংশ মিথ্যে প্রোরোচনায় পা দিয়ে এদেরকে ভোট দিয়েছিল। আর এদের দলেরই নেতারা বলছেন কুড়মি ভাইদের জামাকাপড় খুলে দেব।’
এর পাশাপাশি তিনি বলেন, ‘আপনারা আন্দোলন করুন। প্রয়োজনে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন। শপথ নিন যে একটা বিজেপি নেতাকে পুরুলিয়ায় প্রবেশ করতে দেব না। যা সমর্থন লাগবে আমি দেব। যেখানে বলবেন সেই লড়াইয়ে কাঁধ মেলাতে যাব। সমর্থন মানে গায়ে গতরে খাটব। আজকে যদি পুরুলিয়ায় ১১ লক্ষ জব কার্ড হোল্ডার হয় এদের মধ্যে ৩০ শতাংশ হোল্ডার কুড়মিরা হবেন। তিন লক্ষ কুড়মিরা নিজেদের অদিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদের জন্য দিল্লিতে আন্দোলন করবেন না?’