তৈরি নতুন সংসদ ভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে তৈরি এই নতুন সংসদ ভবনেই এবার থেকে লোকসভা-রাজ্যসভার অধিবেশন বসবে। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে। তবে আমন্ত্রণ পেলেও যেতে নারাজ তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইট করে সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার ডাক দেন। অন্যদিকে, আম আদমি পার্টিও এই অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে। আপের তরফে জানানো হয়েছে, সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদেই তারা সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবারই তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানান, তৃণমূল কংগ্রেস নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি টুইটে লেখেন, ‘সংসদ শুধু একটা নতুন বিল্ডিং নয়, এটা ঐতিহ্য, মূল্যবোধ, নিয়মের প্রতিষ্ঠান। এটা ভারতীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্থর। প্রধানমন্ত্রী মোদী এটা বোঝেন না। তাঁর কাছে রবিবারে নতুন সংসদ ভবন উদ্বোধন পুরোটাই শুধু নিজেকে নিয়ে। তাই আমাদের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ রাখুন’।