কড়া বার্তা দিল কর্ণাটকের নবনির্মিত কংগ্রেস সরকার। নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, কোনও অপরাধীকে ধর্মের আয়নায় দেখা যাবে না, বা কারও উপর নীতি পুলিশগিরি করা চলবে না। ভোটের আগেই কংগ্রেস ঘোষণা করে দিয়েছিল, ক্ষমতায় ফিরলে পিএফআই এবং বজরং দলের মতো উগ্র ধর্মীয় সংগঠনগুলির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। সরকার শপথ নেওয়ার পর দিন চারেক হয়েছে, এখনও সরাসরি বজরং দলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করলেও ঘুরিয়ে তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সিদ্দা। তিনি পুলিশকে জানিয়ে দিয়েছেন, রাজ্যে আর নীতি পুলিশগিরি চলবে না।
উল্লেখ্য, বিজেপির আমলে কর্ণাটকে বজরং দলের বাড়বাড়ন্ত ছিল দেখার মতো। হিজাব, লাভ জেহাদ বা হালাল মাংস নিয়ে যা যা বিক্ষোভ হয়েছে সবকিছুর নেপথ্যেই ছিল বজরং। অনেক ক্ষেত্রেই সাধারণ অপরাধের সঙ্গে অপরাধীর ধর্মীয় পরিচয় জুড়ে দেওয়ার চেষ্টা দেখা যেত। সেসব এবার বন্ধ করতে চায় নবগঠিত কংগ্রেস সরকার। মঙ্গলবারই কর্ণাটক পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার। ”শুধু অপরাধীর ধর্ম দেখে যদি কোনও থানা ব্যবস্থা না নেয়, তাহলে তার দায় সেই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের তো বটেই, সেই সঙ্গে ডেপুটি পুলিশ কমিশনারেরও”, স্পষ্ট জানিয়েছেন তাঁরা।