চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচী। জনসংযোগ আরও দৃঢ় করতে রাজ্যের জেলায় জেলায় ছুটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধরাণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁকুড়ায় মাঝপথে আটকাল অভিষেকের কনভয়। যার জেরে বাতিল হল সভা। তবে রোড শো করে মানুষের ভিড়ে মিশে গেলেন অভিষেক। নবজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার বাঁকুড়ায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলাপালে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়াল প্রাকৃতিক দুর্যোগ। এদিন বিকেলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় রাজ্যের বিভিন্ন জেলায়। সেই তালিকায় ছিল বাঁকুড়াও। দুর্যোগের জেরে সিমলাপাল যাওয়ার পথে তালডাংরায় আটকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়।
এরপর বেশ কিছুক্ষণ সেখানে আটকে পড়েন তৃণমূল সাংসদ। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই বৃষ্টি মাথায় নিয়ে সিমলাপাল পৌঁছন তিনি। তবে তখনও কালো মেঘে ঢাকা ছিল আকাশ, সঙ্গী বৃষ্টি। যার জেরে বাতিল করতে হয় সভা। অভিষেকের সভা বাতিল হয়ে গেলেও তাঁর অপেক্ষায় থাকা মানুষকে নিরাশ করেননি তিনি। এদিন সিমলাপালে প্রায় ১ কিলোমিটার রোড শো করেন অভিষেক। রাস্তার দুধারে ছিল মানুষের ভিড়। অভিষেককে দেখতে, তাঁর কথা শুনতে অপেক্ষা করছিলেন সকলেই। গাড়ির ছাদে উঠে এদিনও জনসংযোগ সারেন অভিষেক। কথা বলেন আমজনতার সঙ্গে। এরপর খাঁতড়ার উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।