পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রায় বেরিয়ে ছিলেন তিনি। তবে আচমকাই সিবিআই-এর তলবে ছেদ পড়েছিল তাঁর ৬০ দিনের একটানা কর্মসূচিতে। তবে বাঁকুড়ার ওন্দায় নবজোয়ার যাত্রা মাঝপথে বাতিল করে কলকাতায় ফেরার আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সোমবার সেই বাঁকুড়া থেকেই শুরু করবেন তৃণমূলে নবজোয়ার যাত্রা। যেমন কথা তেমন কাজ। গতকালই ফের নবজোয়ার কর্মসূচিতে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষ্ণুপুরে সভা করেন তিনি। সভা থেকে একুশের বিধানসভা ভোটের ফল উল্লেখ করে দলের নেতা-কর্মীদের কাছে অভিষেক প্রশ্ন তোলেন, পাশেই পূর্ব বর্ধমান, সেখানে ১৬ তে ১৬ হচ্ছে, আর বাঁকুড়ায় ১২-র মধ্যে ৪ কেন?
একই সঙ্গে ওই কথার রেশ ধরে আত্মসমালোচনার সুরে তিনি বলেন, এটা নিজেদের ব্যর্থতা। এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচন ও প্রার্থী পদ নিয়ে কড়া বার্তা দেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। বলেন, দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি, আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, এরপর দল যাকে প্রার্থী করবে তা ভাল লাগুক আর খারাপ লাগুক, আপনার পছন্দ হোক বা অপছন্দ হোক, আপনার কাছের হোক বা দূরের, ঘনিষ্ঠ হোক বা না হোক— কাঁধে করে ভোট বৈতরণী পার করতে হবে। এটাই দলীয় শৃঙ্খলা। তিনি ফের একবার দলের নেতা-কর্মীদের মনে করিয়ে দিয়ে বলেন, পঞ্চায়েতে জেতা মানেই পাঁচ বছরের লাইসেন্স নয়, তিন মাসের লাইসেন্স। কাজ করলে তবেই তিন মাস অন্তর লাইসেন্স রিনিউ হবে।